William Shakespeare সম্পর্কে সব তথ্য একসাথে
উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে সব তথ্য একসাথে
জন্ম ও
পরিচয় : উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ১৫৬৪ খ্রিষ্টাব্দের ২৬ শে এপ্রিল। তিনি ইংল্যান্ডের
স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন, ওয়ারউইকশায়ার, শহরে জন্মগ্রহণ করেন। তার নিক নেইম—
'The Swan of Avon'. তাঁর পিতার নাম জন শেক্সপিয়ার এবং মাতার নাম মেরী শেক্সপিয়ার।
উইলিয়াম শেক্সপিয়ার তিন ভাই এবং চার বােনের মধ্যপ তৃতীয় ছিলেন। তিনি ১৬১৬ খ্রিষ্টাব্দের
২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন ।
- তাঁকে The Bard of Avon বলা হয়। কারণ ইংল্যান্ডের Warwickshire (উরউয়িকসায়ার) এর Stratford এর Avon নামক একই স্থানে তিনি জন্ম এবং মৃত্যুবরণ করেন বলে তাঁকে Bard of Avon বলা হয়।
- Poet of Human Nature বলা হয় ,উপাধি দেন Dr. Samuel Johnson
- Avon : এট নদীর
- তাকে"The Dazzling sun" উপাধি দেন "Lord Alfred Tennyson
- তিনি Globe theatre প্রতিষ্ঠা করেন
- তার নাটকে ৩য় অঙ্কে (third act) climax দেখা যায় ।
- অধিকাংশ নাটকে lambic pentameters ব্যবহার করেছেন।
- তার ডাক নাম The Swan of the Avon
- তার নাটক মঞ্চস্থ হয় অধিকাংশ ১৫৮৯-১৬১৩ সালে
- জিবনের প্রথম দিকে comedy historical নাটক লিখেন
- জীবনের শেষের দিকে trsgrdy-comedy
- তাঁকে Bard of Avon /এভন এর কবি বলা হয়।
- তিনি 'Play Father' হিসেবে খ্যাত।
- He is the National Poet of England
- তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার (The Greatest Dramatist) বলা হয়।
- The greatest superstar of the world.
- a King without crown (মুকুটবিহীন সম্রাট)
- তাঁকে 'Tragi-comedy -র জনক বলা হয়।
- Shakespearian sonnet নামে সনেট প্রবরতন করেন
- সনেটের অন্তমিল abab cdcd efef gg
সাহিত্য কর্ম:
- তিনি মােট ৩৭ টি নাটক (Play/
Drama) (মতান্তরে ৩৮ টি),
- ১৫৪ টি সনেট (Sonnet) ওকরেন।
- 26 টি ডাক
লেডির উদ্দেমে রচিত
- ২ টি কাব্যগ্রন্থ লিখেছেন
- মুলত চার ধরনের নাটক লিখেছেন
1. Tragedy – 12
2. Comedy - 15 টি
3. Tragi - Comedy-
4. Historical Play-
- তার নাটকগুলাে '৫টি অঙের বিভক্ত
- ১ম নাটক : Henry vi (Part-2).
- শেস The Tempest
- ক্ষুদ্রতম Commedy of Eyrors.
- বৃহত্তম hAMLET
- তাঁর অধিকাংশ নাটক মঞ্চস্থ হয় - Globe Theatre এ।
- উইলিয়াম শেক্সপিয়ার তাঁর নাটক এবং সনেট এ iambic pentameter/ দুই চরণে পঞ্চস্বরাঘাতযুক্ত দেশ মাত্রার ছন্দ) ব্যবহার করতাে।
বিখ্যাত কবিতা :
- A lovers complaint
- The Passionate Pilgrim
- The Phoenix
- the Turtle
- Under the Greenwood Tree
- The Rape of Lucree (Narrative Poem)
- Venus and Adonis (Narrative Poem)
Historical play:
- King John
- Richard II
- Henry IV (Part-1, Part-2)
উল্লেখ্য তিনি কোন গদ্য (Story) এবং উপন্যাস (Novel) রচনা করেন নাই।
এক নজরে শ্রেষ্ঠ সাহিত্যসমূহ :
তাঁর ২
টি কাব্যগ্রন্থ:
(১) Venus, and Adonis
(২) The Rape of Lucrece (Lucer) (১৫৯৪) তিনি তাঁর এই কাব্যগ্রন্থ দুটি তাঁর বন্ধু
আল অব সাউদাম্পটন কে উৎসর্গ করেন।
স্মরণে রাখুন : (Adonis নামে বিখ্যাত Elegy লিখেছেন Romantic,কবি PB Shelly)
হাস্যরসাত্বক ১৫ টি নাটকের উল্লেখযোগ্য —
- Midsummer Night's Dream (1595) – মধ্য বসন্তে নৈশ স্বপ্ন
- All's Well That Ends Wel – শেষ ভাল যার সব ভাল তার
- As You Like It 1600 – যেমন তােমার পছন্দ
- Measure for Measure – যেমন কর্ম তেমন ফল
- Pericles – পেরিক্লিস (অ্যাথেন্সের বীর)
- The Comedy of Error- 1592 - 93– ভ্রান্তিমূলক কমেডি
- The Merchant of Venice (1596) – ভেনিসের বণিক
- The Tempest- 1612 –এটিকে শেক্সপিয়ারের শেষকর্ম বা Swan song বলা হয়।)
ট্রাজেডি ১২ টি নাটকের উল্লেখযোগ্য নাম নিম্নে উল্লেখ করা হলাে—
- 1. Romeo and Juliet
- 2. Julius Caesar
- 3. Hamlet
- 4. King Lear
- 5. Macbeth
- 6. Othello
- 7.
Antony and Cleopatra
Very well organized.
ReplyDeleteAwesome,,,,go ahed
ReplyDelete