মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মনে রাখার কৌশল
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মনে রাখার কৌশল
বার বার পড়েন কিন্তু মনে থাকে না ? আর ভুলে যাবেন না যদি কৌশল করে পড়েন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ট্রিকসটি। আশা করি আপনাদের উপকারে আসবে।
আলোচ্য টপিকটির পিডিএফ ফাইল টি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহঃ
মনে রাখার কৌশলঃ
আগামী রানওয়েতে হুলিয়া দুরন্ত গতিতে বধুর কাছে প্রত্যাবর্তন করবে ।তার আবর্তনকে ঘিরে সূচনা ৭১ টা গেরিলা চাটনি বানালো
আগামী- আগামী
রানওয়ে- রানওয়ে
হুলিয়া- হুলিয়া
দুরন্ত- দুরন্ত
ব- বখাটে
ধু- ধূসর
যাত্রা
প্রত্যাবর্তন- প্রত্যাবর্তন
আবর্তন- আবর্তন
সূচনা- সূচনা
৭১- একাত্তরের যীশু
গেরিলা- গেরিলা
চাটনি- চাক্কি
আরও পড়ুনঃ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ
মনে রাখার কৌশলঃ
ওরা
১১
জন
আবার
সংগ্রাম
করতে
মধুমতি
নদীর
রূপালী
সৈকত
ও
হাঙ্গর
ওয়ালা
নদী
মেঘনা
নদী
পার
হয়ে
কলমিলতায়
আসলো
।
শ্যামল
আগুনের
মধ্যে
রক্তাক্ত
বাংলা
দেখে
চিৎকার
করে
উঠলো
।
অরুণ
অনেক
রাতে
মেঘের
মধ্যে
ধ্রুবতারা
দেখে
বললঃ
আমি
২৪
বছর
বয়সি
বাঘা
বাঙালি।আমি সব বাঁধন ছিড়ে আলোর মিছিল করে জয়যাত্রা ছিনিয়ে আনবো। কার খেলা কে খেলে দেখবো।
ওরা ১১ জন-
ওরা ১১ জন
আবার- আবার তোরা মানুষ হ
সংগ্রাম- সংগ্রাম
মধুমতি- নদীর নাম মধুমতী
রূপালী সৈকত- রূপালী সৈকত
হাঙ্গর- হাঙ্গর নদী গ্রেনেড
মেঘনা- ধীরে বহে মেঘনা
কলমিলতায়- কলমিলতায়
শ্যামল- শ্যামল ছায়া
আগুনের- আগুনের পরশমণি
রক্তাক্ত বাংলা- রক্তাক্ত বাংলা
চিৎকার- চিৎকার
অরুণ- অরুণোদয়ের অগ্নিসাক্ষী
অনেক রাতে-এখন অনেক রাত
মেঘের- মেঘের অনেক রঙ
ধ্রুবতারা- ধ্রুবতারা
২৪ বছর- বাংলার ২৪ বছর
বাঘা বাঙালি-বাঘা বাঙালি
বাঁধন- বাঁধনহারা
আলোর মিছিল- আলোর মিছিল
জয়যাত্রা- জয়যাত্রা
জয়- জয় বাংলা
কার- কার হাসি কে হাসে
খেলা- খেলাঘর
No comments: