Basic English Spoken and Free-Hand Writing Rules
ইংরেজিতে কথা বলার ও ফ্রী-হ্যান্ড রাইটিং এর বেসিক কিছু নিয়ম। প্রাক্টিস করতে থাকুন আশা রাখি ইংরেজিতে ভালভাবে কথা বলতে ও লিখতে পারবেন।
#01
বাংলা ভাষায় যে সব বাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয়।
আমি একজন বালক — I am a boy.
পৃথিবী গোলাকার — The earth is round.
তারা সাহসী — They are brave.
#02
বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে।
আমি কি একজন ছাত্র? — Am I a student?
পৃথিবী কি গোলাকার? — Is the earth round?
তারা কি সাহসী? — Are they brave?
#03
বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়।
আমি মিথ্যাবাদী নই। — I am not a liar.
ধনীরা সব সময় সুখি নয়। — The rich are not always happy.
#04
বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে।
সে দুই দিন যাবত অসুস্থ। — He has been ill for two days.
তারা রোববার হতে অনুপস্থিত। — They have been absent since Sunday last.
দু’ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। — It has been raining heavily for two hours.
Note: Singular Subject-এর পরে ‘has’ এবং Plural Subject-এর পরে ‘have’ বসে।
#05
অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।
সে কি দুই দিন যাবত অসুস্থ? — Has he been ill for two days?
তারা কি রোববার হতে অনুপস্থিত? — Have they been absent since Sunday last?
#06
অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি ‘না বোধক’ হয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।
তারা তিন মাস যাবত অসুস্থ নয়। — They have not been ill for three months.
সকাল হতে বৃষ্টি হচ্ছে না। — It has not been raining since morning.
#07
বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।
ঢাকা (একটি) পুরাতন শহর। — Dhaka is an old city.
সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.
#08
ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে।
সে সুন্দরী। — She is beautiful.
সে সুন্দরী বালিকা। — She is a beautifulgirl.
এটাখুব শক্ত। — It is very hard.
একা খুব শক্ত কাজ। — It is very hard work.
#09
ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়।
অন্ধরা দেখতে পায় না। — The blind can not see.
জ্ঞানীরা বেশি কথা বলে না। — The wise do not talk more.
Read More:
#10
জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে।
The cat. The rose. The cow. The Bangladeshi
Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A/An/The) বসে না।
#11
ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।
I have read a book. —– The book is interesting.
#12
শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে।
The rich are not always happy.
#13
নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে।
The Padma, The Bay of Bengal. The Indian Ocean.
#14
ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে।
The Holy Quran. The Ittefaq.
#15
সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে।
The earth. The moon, The sun. The east. The west.
#16
Adjective-এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে।
The earlier, the better, The best boy.
#17
বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে।
The Sundarbans, The USA. The Tajmahal, The High Court.
#18
তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে।
Reza is the first boy in the class, He will come on the 15th of February.
#19
কতোগুলো রোগের নামের পূর্বে The বসে।
The cancer,The Goat
#20
যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে।
He joined the Bar.
#21
বকোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে।
He likes the part of an egg.
#22
Noun-এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে।
He spent all the money.
He ate half the bread.
#23
কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে।
আমার একটি কলম আছে। — I have a pen.
গরুর দুইটি শিং আছে। — The cow has two horns.
#24
কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
তার ছাতা আছে কি? — Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে? — Have you a book?/Do you have a book?
#25
কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
আমার বই নাই। — I have no book./I don’t have any book.
তার কোন অহংকার নেই। — She has no pride./She does not have any pride.
Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।
#26
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।
সে বাড়িতে আছে। — He is in the house.
তারা বিপদে আছে। — They are in danger.
#27
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।
সে বাড়িতে আছে কি? — Is he in the house?
তারা বিপদে আছে কি? — Are they in danger?
#28
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is/There are হয়।
মাঠে দু’টি গরু আছে। — There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। — There is a museum in Panchagarh.
#29
অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
এই গ্রামে কোন আইনজীবি আছে কি? — Is there any lawyer in this village?
তোমার পকেটে তিনটি কমল আছে কি? — Are there three pens in your pocket?
Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। — There is no doctor in our village.
#30
অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।
আমি গত রোববার হতে এখানে আছি। — I have been here since Sunday last.
স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। — Sneha has been in the school for two hours.
No comments: