মহাত্মা গান্ধী Mahatma Gandhi
মহাত্মা গান্ধী সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন -উত্তর
আরও পড়ুন ঃ
Covid-19/Corona Virus
Kashmir কাশ্মীর- পৃথিবীর ভূস্বর্গ
- গান্ধীজীর জন্মস্থান কোথায় ?
- = গুজরাটের পোরবন্দর.2রা Oct,1869সাল
- . গান্ধীজীর আসল নাম কী ছিল
- = মোহনদাস করমচাঁদ গান্ধী
- গান্ধীজী কার দ্বারা প্রভাবিত হন?
- = টলস্টয়,রাস্কিন,থোরো,মাৎসিনি,যীশুখ্রিষ্ট,গৌতম বুদ্ধ
- গান্ধীজী সম্পাদিত পত্রিকা গুলি কী কী?
- = ইয়ং ইন্ডিয়া,হরিজন
- সমাজের নিন্মবর্গীয়দের হরিজন নাম দেন কে?
- = গান্ধীজী
- গান্ধীজীর জন্মদিন 2রা Oct. কোন দিবস হিসাবে পালিত হয়?
- = আন্তর্জাতিক অহিংসা দিবস
- কত সালে 2রা Oct.কে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে?
- = 2007 সালে
- গান্ধীজীর লেখা গ্রন্থগুলি হল
- = হিন্দ স্বরাজ,সর্বোদয়
- গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন ?
- = টলস্টয়
- সত্যাগ্রহ আন্দোলনের জনক বলা হয়
- = গান্ধীজীকে
- ভারতে জাতির জনক কাকে বলা হয়
- = গান্ধীজীকে
- ভারতের প্রথম জননেতা কাকে বলা হয়
- = গান্ধীজীকে
- গান্ধীজীকে জাতির জনক বলে অভিহিত করেন কে ?
- = সুভাষচন্দ্র বসু
- গান্ধীজীকে যে নামে সমধিক পরিচিত ছিলেন
- = মহাত্মা,বাপু
- গান্ধীজীকে মহাত্মা উপাধি প্রদান করেন কে?
- = রবীন্দ্রনাথ
- . গান্ধীজীকে মিকিমাউস বলেছিলেন কে?
- = সরোজিনী নাইডু
- গান্ধীজীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন কে?
- = চার্চিল
- মহাত্মা শব্দের অর্থ কী?
- = মহৎ হৃদয় বা আত্মা
- বাপু শব্দের অর্থ কী
- = পিতা
- আধুনিক ভারতের জনক কাকে বলা হয়
- = গান্ধীজীকে
- অছি ব্যবস্থার সঙ্গে কার নাম জড়িত
- = গান্ধীজী
- গান্ধীজীর অছি ব্যবস্থার মূল কথা কী?
- = ত্যাগের মাধ্যমে ভোগ
- সর্বোদয়ের ধারনার জনক কে?
- = গান্ধীজী
- গান্ধীজীর সর্বোদয়ের মূল কথা কী?
- = সকলের সর্বাধিক কল্যান
- রাষ্ট্র হল সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার প্রকাশ বক্তা কে?
- = গান্ধীজী
- গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্র কী নমে পরিচিত
- = রামরাজ্য
- গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্রের ভিত্তি কী
- = গ্রাম সমবায়
- ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে?
- = গান্ধীজী
- সত্যাগ্রহ আন্দোলনের জনক কাকে বলা হয়
- = গান্ধীজী
- গান্ধীজী কতসালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান
- = 1888 সালে
- গান্ধীজী প্রথম কোথায় অহিংস আন্দোলন শুরু করেন?
- = দক্ষিন আফ্রিকায়(1893)
- গান্ধীজী কতসালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন
- = 1894 সালে
- গান্ধীজী প্রথম কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন
- = জোহানেসবার্গ(1906)দক্ষিন আফ্রিকা
- গান্ধীজী কতসালে দক্ষিন আফ্রিকা থেকে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন
- = 1914
- গান্ধীজীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি?
- = অসহযোগ আন্দোলন(1921)
- হরিজন সেবক সংঘ(1932) প্রতিষ্ঠা করেন কে
- = গান্ধীজী
- গান্ধীজীর নেতৃত্বে সর্ববৃহ গন আন্দোলন কোনটি
- = ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন
- কোন আন্দোলনে গান্ধীজী করেঙ্গ ইয়া মরেঙ্গে-এর ডাক দিয়েছিলেন
- = ভারত ছাড়ো(1942)
- গান্ধীজী ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন শুরু করেন
- = 9ই Aug.1942
- গান্ধীজী নাথুরাম গডসের গুলিতে নিহত হন
- = 30শে জানু,1948
No comments: