ads

Rivers of Bangladesh-- Sources, Trails and others বাংলাদেশের নদী-- উৎস, গতিপথ ও অন্যান্য

বাংলাদেশের নদী-- উৎস, গতিপথ ও অন্যান্য



* মোট নদ-নদী- প্রায় ৭০০টি

* ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি

*মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি

* বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা)

* মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি


* বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)

* বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)

* বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই

* বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

*বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

* হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)

আরও পড়ুন ঃ

**Hamlet's famous quote**

**বাংলাদেশের গুরুত্বপূর্ণ তারিখ কি বার ছিল???

* প্রধান নদী- পদ্মা

* দীর্ঘতম নদী- সুরমা (৩৯৯কিমি)

*দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ) (দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্র-ই উত্তর হবে)

* প্রশস্ততম নদী- যমুনা

*. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী

* বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা

*. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই

*জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে

* প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী

*বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

* বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

* বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই


** বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)

**যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে

No comments:

ads
Powered by Blogger.